কে সেরা ব্রাজিল নাকি আর্জেন্টিনা?
আরেকটি বিশ্বকাপ মানেই কে সেরা ব্রাজিল নাকি আর্জেন্টিনা।কে জিতবে বিশ্বকাপ ব্রাজিল নাকি আর্জেন্টিনা, এই তর্ক বিতর্ক করতে করতেই চোখের সামনে দিয়ে কাপটি নিয়ে যায় জার্মানি, ফ্রান্স কিংবা ইতালি। আর ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে হতাশা আরও বাড়িয়ে তোলে। আরও চার বছরের জন্য ওদের হতাশাকে আরো দীর্ঘায়িত করে। বাংলাদেশে এই মুহূর্তে যে আলোচনা চায়ের কাপে ঝড় তুলছে, তা হলো বিশ্বকাপ ফুটবল ২০২২। শুধু যে আলোচনায় সীমাবদ্ধ এমনটাও নয়, প্রিয় এই দুই দলের ভক্ত-সমর্থকদের মধ্যে চলছে রেষারেষি, এমনকি মারামারিও! ভৌগলিক ভাবে এই দুই দেশ আমাদের থেকে হাজার মাইল থেকে দূরে অবস্থিত। কিন্তু ফুটবল যেন আমাদের অনেক কাছে নিয়ে এসেছে। ব্রাজিল শেষ বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে আর আর্জেন্টিনা সেই ১৯৮৬ সালে, আর্জেন্টিনা ৩৬ বছর ধরে বিশ্বকাপ জিততে পারে নি। তাই এবারের বিশ্বকাপ জিতা তাদের জন্য অনেকটাই ফরজ হয়ে পরেছে। আর এবারের বিশ্বকাপটি হচ্ছে মেসির শেষ বিশ্বকাপ। অপরদিকে ব্রাজিল কাপ জিতেনি ২০ বছর।নেইমারের এটা শেষ বিশ্বকাপ, তাই উভয় দলের জন্য এবারের বিশ্বকাপটি অনেক গুরুত্বপূর্ণ।বাংলাদেশের মানুষের ভালবাসায় সিক্ত এই দুটি দল।অথচ বাংলাদেশে...