Posts

Showing posts from March, 2025

ইসরাইল ফিলিস্তিন সমস্যার সমাধান কী নাই ?

Image
টিভি খুললেই নিউজ হেডিং এ ভেসে আসে গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত ৭০, আহত ৬০। নিহতদের বেশারভাগ নারী ও শিশু। এই হেডিং নিউজটা দেখতে দেখতে আজ আমরা যেন অভ্যস্ত হয়ে পড়েছি। মূলত গত ২ বছর যাবৎ গাযায় এক গনহত্যা হচ্ছে। পুরো বিশ্ববাসী তা উপভোগ করতেছে। পশ্চিমা বিশ্বে এটা নিয়ে কিছুদিন বিক্ষোভ মিছিল হয়। আবার কিছুদিন পর তা থেমে যায়। আর আমাদের মতন কিছু তৃতীয় বিশ্বের অনারব মুসলিম দেশগুলোতে সব সময় এই আগাসন ও গনহত্যার বিরুদ্ধে সক্রিয় থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন প্রশ্ন আসে গাজার আশে পাশে এত গুলো যে আরব রাষ্ট্র আছে তাদের ভূমিকা কী? গাজার অবস্থান মধ্যপ্রাচ্যে। গাজার পাশে মিশর, জর্ডান,সউদি আরব, সিরিয়া, আরব আমিরাত, কাতার, বাহরাইন,ইয়েমেন অবস্থিত। (আমি ইরানের কথা বলতেছি না কেননা ইরান আরব রাষ্ট্র নয়) কিন্তু এক ইয়েমেনের হুথি গোষ্ঠী ছাড়া আর কারও কোন মাথা ব্যাথা নাই। তাহলে প্রতিবেশী এই মুসলিম রাষ্ট্রগুলো কী ঘুমাচ্ছে। তারা ঘুম থেকে কবে জাগবে নাকি আজীবন ঘুমিয়়েই থাকবে। ফিলিস্তিনেও একজন প্রসিডেন্ট আছেন। তার নাম মাহমুদ আববাস। অবাক করা বিষয় তাকে কখনও এই বিষয় নাক গলাতে দেখি নি। উনি পশ্চিম তীর নিয়ে চুপচাপ বসে আ...