প্রফেসর ডাঃ নুরুল আমিন নিভৃতচারী এক আলোকবর্তিকা।
প্রফেসর ডাঃ নুরুল আমিন নিভৃতচারী এক আলোকবর্তিকা। চট্টগ্রামের খুলশীর জাকির হোসেন রোডের ডায়বেটিক হসপিতালের পাশে সাহিক নামক একটি প্রতিষ্ঠান প্রায়ই চোখে পড়ে। অনেকটা প্রচার প্রচারনার অভাবে প্রতিষ্ঠানতা কী ও তার কর্মকান্ড কী অনেকেই তা জানে না। প্রতিষ্ঠানের সামনে সাইনবোর্ড অনেকটা পুরাতন হয়ে গেছে আমি একদিন পাশের ডায়বেটিক হাসপাতালে কাজ শেষ করে কী মনে করে যেন সাহিকে ঢু মারলাম। বেশ বড় জায়গা নিয়ে প্রতিষ্ঠানটি। মূলত নাক, কান ও গলা সমস্যা যাদের আছে তাদের জন্যই এই হাসপাতাল। আবার যাদের এই সমস্যা আছে তাদের জন্য বিশেষায়িত স্কুলও আছে। শহরের ভিতর যে এই রকম কোন প্রতিষ্ঠান আছে অনেকের কাছেই তা অজানা। তাদের একজন কর্মকতার কাছ থেকে জানতে পারলাম এটি মূলত ঢাকার একটি শাখা। মূল প্রতিষ্ঠান ঢাকায় অবস্থিত। মূলত বাইরে থেকে দেখলে বুঝা যায় না এত প্রয়োজনীয় প্রচিষ্ঠান চট্টগ্রামে আছ। প্রচারের অভাবে একটু কম রোগীর ভিড় দেখলাম।বাসায় এসে কাজের চাপে সবকিছু ভূলে গেলাম। একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠ্যাৎ খবর পেলাম সাহিকের প্রতিষ্ঠাতা প্রফেসর ডাঃ মোঃ নুরুল আমিন ইন্তেকাল করেছেন। হঠ্যাৎ মনে পড়লো কিছুদিন আগেও তো সাহিকে গেছিলাম, ...