Posts

Showing posts from September, 2025

আর্ক ব্যান্ড ৯০ এর শেষ উচ্ছাস।

Image
আর্ক এর বিখ্যাত তিন মাঝি। সৃষ্টিকর্তা হযরত নূহ (আঃ) কে একটি বিশ্বব্যাপী মহাপ্লাবনের হাত থেকে রক্ষা করার জন্য একটি বড় নৌকা নির্মাণের নির্দেশ দেন।হযরত নূহ (আঃ) তার অনুসারীদেরকে সম্ভাব্য মহাপ্লাবন থেকে বাঁচানোর জন্য  একটি বিশাল নৌকা তৈরি করলেন একে একে সব সম্প্রদায় থেকে তিনি জোড়ায় জোড়ায় প্রাণী  তুললেন, ৪০ দিন একটানা বন্যা হল, মহাপ্লাবনের সময়  নির্মিত নৌকার করে নিজের পরিবার ও পৃথিবীর সকল প্রাণীর এক জোড়াকে রক্ষা করেছিলেন। ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্মমতে সেই বিখ্যাত নোকটির নাম হল ' Ark '। সেই নৌকাটি আজও বিজ্ঞানীরা খুজে পায় নি। অনেকেই তুরস্কের আরারাত বা জুদাই পর্বতে এর অস্তিত্ব আছে বলে মনে করেন। আজও বিজ্ঞানীরা সেই নৌকার খোঁজ করতেছে। তবে বিজ্ঞানীরা সেই নৌকা খুঁজে না গেলেও আমরা  অন্য একটি নৌকাকে পেয়েছি সেই ৯০ দশকে।তবে এটা নৌকা নয় এটা ৯০ দশকের ঝড়  তুলা বাংলাদেশী ব্যান্ড আর্ক। যে ব্যান্ডটি তারুণ্যকে দিয়েছে অন্য ধরনের উচ্ছাস। সেই উচ্ছাসের রেশ যেন এখনো রয়ে গেছে আমাদের মাঝে।আর্ক ব্যান্ডের জম্ম ১৯৯০ সালে। বাংলাদেশের অন্যতম সেরা মিউজিকশিয়ান আশিকুজ্জামান টুলুর হাত ধরে। চাইম ব্...