মানবতার ধ্রুবতারা প্রিয় আশরাফ ভাই।
একজন কৃষকের খোঁজ খবর নিচ্ছেন প্রিয় আশরাফ ভাই, এভাবে আর কখনও দেখা যাবে না উনাকে। প্রিয় আশরাফ ভাই, আপনার কাছে খোলা চিঠি । প্রিয় আশরাফ ভাই, এই চিঠি আপনার কাছে কখনও পৌছবে না, এই চিঠির প্রেরক আছে কিন্তু প্রাপক নেই। প্রিয় আশরাফ ভাই আপনি নেই আজ দেড় বছর হল। আমার দেখা সবচেয়ে মেধাবী মানুষদের মধ্যে আপনি একজন। মানুষ কত যে, জ্ঞানের অধিকারী হতে পারেন তা আশরাফ ভাইকে না দেখলে বুঝা যেত না, IT সেক্টর, ব্যাংকিং সেক্টর, সর্বত্র ছিল উনার অগাধ জ্ঞান। অসম্ভব মেধাবী এই মানুষটি মাত্র ৩৯ বছর বয়সে সবাইকে কাদিয়ে আমাদের ছেড়ে চলে গেছেন, আশরাফ ভাইয়ের সাথে আমার পরিচয় কর্মসূত্রে, মীরসরাই উপজেলার বারোযারহাট এ উনার অফিস , একটি প্রাইভেট ব্যাংকের এজেন্ট ব্যাবসা আছে উনার, এটা ছাড়াও প্রসিদ্ধ জম জম সুইটস মলিক তিনি, এছাড়া রোটারী, লায়নের মতন সংগঠনের সাথে জড়িত ছিলেন তিনি।এছাড়াও আরও বেশ কিছু ব্যাবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন তিনি, ব্যাবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে উনার ছিন নিবিড় সম্পর্ক।সামাজিক স্বেচ্ছাসেবক সংগঠন শান্তির নীড়ের সভাপতি ছিলেন তিনি, করোনার ভিতর অনেক মানুষের উপকার ...