Posts

Showing posts from July, 2025

মানবতার ধ্রুবতারা প্রিয় আশরাফ ভাই।

Image
  একজন কৃষকের খোঁজ খবর নিচ্ছেন প্রিয় আশরাফ ভাই, এভাবে আর কখনও দেখা যাবে না উনাকে। প্রিয় আশরাফ ভাই, আপনার কাছে খোলা চিঠি । প্রিয় আশরাফ ভাই,  এই চিঠি আপনার কাছে কখনও পৌছবে না, এই চিঠির প্রেরক আছে কিন্তু প্রাপক নেই। প্রিয় আশরাফ ভাই আপনি নেই আজ দেড় বছর হল। আমার দেখা সবচেয়ে  মেধাবী মানুষদের মধ্যে আপনি একজন। মানুষ কত যে, জ্ঞানের অধিকারী হতে পারেন তা আশরাফ ভাইকে না দেখলে বুঝা যেত না, IT সেক্টর, ব্যাংকিং সেক্টর, সর্বত্র ছিল উনার অগাধ জ্ঞান। অসম্ভব মেধাবী এই মানুষটি মাত্র ৩৯ বছর বয়সে সবাইকে কাদিয়ে আমাদের ছেড়ে চলে গেছেন, আশরাফ ভাইয়ের সাথে আমার পরিচয় কর্মসূত্রে, মীরসরাই উপজেলার বারোযারহাট এ উনার অফিস  , একটি প্রাইভেট ব্যাংকের এজেন্ট ব্যাবসা আছে উনার, এটা ছাড়াও প্রসিদ্ধ জম জম সুইটস মলিক তিনি, এছাড়া রোটারী, লায়নের মতন সংগঠনের সাথে জড়িত ছিলেন তিনি।এছাড়াও আরও বেশ কিছু ব্যাবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন তিনি, ব্যাবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে উনার ছিন নিবিড় সম্পর্ক।সামাজিক স্বেচ্ছাসেবক সংগঠন শান্তির নীড়ের সভাপতি ছিলেন তিনি, করোনার ভিতর অনেক মানুষের উপকার ...

হারিয়ে যাওয়া কিছু বাংলা ব্যান্ড।

Image
হারিয়ে যাওয়া কিছু বাংলা ব্যান্ড। বামবা আয়োজিত বিজয় দিবসের কনসার্ট। তারুন্যের উচ্ছ্বাস হচ্ছে ব্যান্ড মিউজিক, কনসার্ট এ  প্রিয় ব্যান্ডের সাথে গলা মিলিয়ে শ্রোতারা গান গাবে এটা বর্তমানে সাধারণ চিত্র। মোবাইল নেট দুনিয়াতে ১টি গান ইউটিউবে কোন গান ছাড়ার পর শ্রোতারা তা খুব সহজে লুফে নেয়, অথচ এক সময় শ্রোতারা মাসের পর মাস অপেক্ষা করতো কখন প্রিয় ব্যান্ড নতুন এ্যালবাম বের করছেছে। ৩৫ টাকা ছিল একটা ক্যাসেটের দাম, এই ৩৫ টাকা ঐ সময়ে ছিল অনেক টাকা। আমরা  স্কুলের টিফিনের টাকা বাচিয়ে এই ৩৫ টাকা আমরা সঞ্চয় করতাম তারপর এলাকার ক্যাসেটের দোকান থেকে প্রিয় ব্যান্ডের এ্যালবাম কিনতাম।এলাকার ক্যাসেটের দোকানে শ্রোতারা সব সময় উকি ঝুকি মারতো কোন ব্যান্ডের নতুন এ্যানবাম বের হয়েছে কিনা। ৯০ এর দশক ছিল ব্যান্ড মিউজিক এর স্বর্ণযুগ, সোলস, মাইলস, এলআরবি, ফিডব্যাক, রেঁনেসা,নগর বাউলের মতন ব্যান্ডের পাশাপাশি বেশ কিছু ব্যান্ড এসেছিল, যারা বৈশাখীর ঝড়ের মতন এসে হঠাৎ করে হারিয়ে গেল। ইচ্ছা করলে তারাও হতে পারতো সোলস, মাইলসের মতন প্রতিষ্ঠিত ব্যান্ড কিন্ত শ্রোতাপ্রিয়তা পাওয়ার পরও তাদেরকে আর মিউজিকে নিয়মিত হতে দেখা যায় নি...