মানবতার ধ্রুবতারা প্রিয় আশরাফ ভাই।

 

একজন কৃষকের খোঁজ খবর নিচ্ছেন প্রিয় আশরাফ ভাই, এভাবে আর কখনও দেখা যাবে না উনাকে।


প্রিয় আশরাফ ভাই, আপনার কাছে খোলা চিঠি ।


প্রিয় আশরাফ ভাই, 

এই চিঠি আপনার কাছে কখনও পৌছবে না, এই চিঠির প্রেরক আছে কিন্তু প্রাপক নেই। প্রিয় আশরাফ ভাই আপনি নেই আজ দেড় বছর হল। আমার দেখা সবচেয়ে  মেধাবী মানুষদের মধ্যে আপনি একজন। মানুষ কত যে, জ্ঞানের অধিকারী হতে পারেন তা আশরাফ ভাইকে না দেখলে বুঝা যেত না, IT সেক্টর, ব্যাংকিং সেক্টর, সর্বত্র ছিল উনার অগাধ জ্ঞান। অসম্ভব মেধাবী এই মানুষটি মাত্র ৩৯ বছর বয়সে সবাইকে কাদিয়ে আমাদের ছেড়ে চলে গেছেন, আশরাফ ভাইয়ের সাথে আমার পরিচয় কর্মসূত্রে, মীরসরাই উপজেলার বারোযারহাট এ উনার অফিস  , একটি প্রাইভেট ব্যাংকের এজেন্ট ব্যাবসা আছে উনার, এটা ছাড়াও প্রসিদ্ধ জম জম সুইটস মলিক তিনি, এছাড়া রোটারী, লায়নের মতন সংগঠনের সাথে জড়িত ছিলেন তিনি।এছাড়াও আরও বেশ কিছু ব্যাবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন তিনি, ব্যাবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে উনার ছিন নিবিড় সম্পর্ক।সামাজিক স্বেচ্ছাসেবক সংগঠন শান্তির নীড়ের সভাপতি ছিলেন তিনি, করোনার ভিতর অনেক মানুষের উপকার করেছিলেন তিনি। ব্যক্তি জীবনে খুবই আন্তরিক ও উপকারী ছিলেন , যখনই কেউ কোন সমস্যা নিয়ে উনার কাছে আসতো যথাসম্ভব সাহায্য করতেন উনি।কাউকে নিরাশ করতেন না তিনি, কত মানুষ যে উনার কাছ থেকে সাহায্য পেযেছেন তা বলে শেষ করা যাবে না। সব সময কাজ নিয়ে ব্যাস্ত থাকতেন তিনি। ব্যক্তি জীবনে  একজন সিভিল ইঞ্জিনিয়র  ছিলেন , উনার সব থেকে বড়গুন ছিল উনার আমায়িক ব্যাবহার, কখনও কোন কর্মচারীর সাথে খারাপ ব্যবহার তো দূরের কথা রাগ বা বিরক্তি সুরেও কখনও কিছু বলেন তিনি। অথচ আমাদের ভিতর একটু বড় হলেই অহ: বোধ চলে আসে কিন্তু উনার ভিতর তার কিছুই ছিল না। খুবই  নিরহৎকার  মানুষ ছিলেন তিনি, খুবই সাধারন জীবন যাপন করতেন তিনি।উনার প্রতিষ্ঠানের ম্যানেজার জনাব সবুজ কুমার সেনের সাথে কথা বলে জানতে পারলাম উনি কখনও কারো সাথে খারাপ ব্যবহার করেন নি, মালিক সুলভ ব্যাবহার না করে বন্ধুসুলভ আচরণ করতেন। প্রচন্ড শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন তিনি,উনার প্রতিষ্ঠিত সামাজিক স্বেচ্ছাসেবক সংগধন শান্তি নীড়ের উদ্যোগে প্রতিবছর বৃক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সমগ্র মীরসরাই উপজেলাতে সবচেয়ে বড় এই বৃক্তি পরীক্ষায় অনেক ছাত্রে ছাত্রী অংশগ্রহণ করে।এলাকার শিক্ষার প্রসারে তিনি অগ্রণী ভূমিকা রাখতেন, বলতে গেলে একজন অলরাউন্ডার ছিলেন তিনি, সামাজিক স্বেচ্ছাসেবক কর্মকান্ড নিয়ে বেশী ব্যাস্ত থাকতেন।সামাজিক কর্মকান্ড নিয়ে ব্যাস্ত থাকার কারনে সমাজের সকল স্তরের মানুষের সাথে ছিল উনার ভাল সম্পর্ক।মীরসরাইরের শান্তিনীড় শিক্ষোনয়ন বৃক্তির উদ্যোগে প্রতিবছর উপজেলার সবচেয়ে বড় বৃক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, শুধুমাত্র নিজের উন্নয়ন নয় সমাজের সবার উন্নয়ন করাই ছিল উনার মূল লক্ষ্য। উনার যে সাবলীল ব্যাক্তিত্ব তা সবার থেকে আলাদা ছিল। সব সময় মুখে হাসি লেগে থাকতো উনার। স্বার্থপরতার যুগে সবাই যখন নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যাস্ত একমাত্র উনাকেই দেখলাম সবার বিপদে আপদে এগিয়ে আসতে। করোনার সময়ে যখন নিজ আপনজনকে মানুষ ভয়ে দাফন করতেছে না তখন উনাকে ঝুকি নিয়ে দাফনের সব কার্যক্রম করতে দেখেছি। বাস্তব জীবনে উনি  ইঞ্জিনিয়ার ছিলেন, একটি বেসরকারী ব্যাংকের এজেন্ট মালিক ছিলেন। ব্যাংকিং সব জ্ঞান উনার ছিল, বলতে গেলে সময়ের থেকে একধাপ এগিয়ে ছিলেন তিনি। প্রিয় এই মানুষটি ২০২৪ সালের ১২ ই ফেব্রুয়ারী নিজ অফিস এ কর্মরত অবস্থায়  স্ট্রোক করে সঙ্গে সঙ্গে মৃত্যবরণ করেছেন। উনার মৃত্যর  কথাটা বিশ্বাস হচ্ছিল না আমার, তাড়াতাড়ি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম সত্যিই উনি আর আমাদের মাঝে নেই। উনার মৃত্যর পর আমি ব্যাক্তিগতভাবে বেশ কষ্ট পাই। উনি আমার আত্বীয় বা ভাই কিছু ছিলেন না, কিন্তু উনার ব্যবহ্নার দিয়ে উনি সবার আপন হয়ে গেছিলেন, মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে বয়সে নয়। যেকোন মৃত্য মানুষকে কাঁদায়, মাত্র ৩৯ বছরে বয়সে তিনি সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন। মৃত্যর কিছুদিন আগেও প্রতিষ্ঠানের সবাইকে নিয়ে সিলেট ভ্রমণ করে আসলেন। সবাইকে নিয়ে থাকতে উনি পছন্দ করতেন। সবাইকে নিয়ে থাকতে ভালোবাসতেন বলেই হয়তো বিধাতা সবার থেকে আলাদা করে দিয়েছেন। ওপাড়ে ভাল থাকবেন  প্রিয় আশরাফ ভাই। আপনার সন্তানরা যেন সুস্থ সবলভাবে বেড়ে উঠে এবং আপনার থেকেও বেশী মেধাবী হয় সেই দোয়া করি।  শেষ করার আগে আশরাফ ভাইয়ের প্রিয় উক্তি দিয়ে শেষ করতে চাই,

"সবাই মিলে পথ হাটি সবুজ ঘাসের মাঠে। নতুন পৃথিবীর স্বপ্ন দেখি, হাতে হাত রেখে"।


উনার স্বেচ্ছাসেবক সংগঠনের  কিছু কার্যক্রম।


উনার স্বেচ্ছাসেবক সংগঠনের  কিছু কার্যক্রম।


  শান্তিনীড় শিক্ষোনয়ন বৃক্তির পরীক্ষা কেন্দ্রে।



লেখকঃ জুয়েল মাহমুদ।


ছবি ও তথ্য সংগ্রহঃ শান্তিনীড়ের পেইজ থেকে।


Comments

Popular posts from this blog

হারিয়ে যাওয়া কিছু বাংলা ব্যান্ড।

সোনার মুকুট আর ছাগল কান্ড!!

১০টি গুরুত্বপূর্ণ দোয়া যা আপনার দৈনন্দিন জীবনে খুবই উপকারী।