শেষ হাসিটা মেসিই হাসলো!



শেষ পর্যন্ত মেসির হাতেই বিশ্বকাপ।সব জল্পনা কল্পনা শেষ করে মেসির হাতে  ধরা দিল বিশ্বকাপ। এক অবিশ্বাস্য ফাইনাল ম‍্যাচের মাঠ‍্যমে শেষ হল বিশ্বকাপ। আজ আর কোন ম‍্যাচের বা দলের খেলা  বিশ্লেষন করবো না। আগামী ৪ বছর বিশ্ব ফুটবলের রাজত্ব করবে আর্জেন্টিনা।

কোপা জয়ের পর শুধু বিশ্বকাপ জয়টা বাকী ছিল।মেসি তার শেষ বিশ্বকাপটি স্মরণীয় করে রাখলো বিশ্বকাপ জয় করে।

অন‍্যগ্রহের ফুটবলার মেসির হাতে বিশ্বকাপটা না স্পর্শ করলে বিশ্বকাপের সবচেয়ে বড় আপসেট হতো। অন‍্যদিকে ভাগ‍্যবিধাতা হয়তো এবারে এমবাপ্পেকে বিশ্বকাপ ট্রফি স্পর্শ হতে বষ্ণিত করেছে কিন্তু সামনের আরও কয়েকটি বিশ্বকাপ ট্রফি তার স্পর্শের অপেক্ষায় আছে।


সব শেষে বলতে হয় জয় হয়েছে ফুটবলের,জয় হয়েছে সৌন্দর্যের। পরিবার নিয়ে সবাইকে একসঙ্গে বসে খেলা দেখার যে আনন্দ সবাই পেয়েছে তার জন্য কাতার অনেক ধন্যবাদ পাবার যোগ্য।

Comments

Popular posts from this blog

হারিয়ে যাওয়া কিছু বাংলা ব্যান্ড।

সোনার মুকুট আর ছাগল কান্ড!!

১০টি গুরুত্বপূর্ণ দোয়া যা আপনার দৈনন্দিন জীবনে খুবই উপকারী।