Posts

Showing posts from December, 2022

শেষ হাসিটা মেসিই হাসলো!

Image
শেষ পর্যন্ত মেসির হাতেই বিশ্বকাপ।সব জল্পনা কল্পনা শেষ করে মেসির হাতে  ধরা দিল বিশ্বকাপ। এক অবিশ্বাস্য ফাইনাল ম‍্যাচের মাঠ‍্যমে শেষ হল বিশ্বকাপ। আজ আর কোন ম‍্যাচের বা দলের খেলা  বিশ্লেষন করবো না। আগামী ৪ বছর বিশ্ব ফুটবলের রাজত্ব করবে আর্জেন্টিনা। কোপা জয়ের পর শুধু বিশ্বকাপ জয়টা বাকী ছিল।মেসি তার শেষ বিশ্বকাপটি স্মরণীয় করে রাখলো বিশ্বকাপ জয় করে। অন‍্যগ্রহের ফুটবলার মেসির হাতে বিশ্বকাপটা না স্পর্শ করলে বিশ্বকাপের সবচেয়ে বড় আপসেট হতো। অন‍্যদিকে ভাগ‍্যবিধাতা হয়তো এবারে এমবাপ্পেকে বিশ্বকাপ ট্রফি স্পর্শ হতে বষ্ণিত করেছে কিন্তু সামনের আরও কয়েকটি বিশ্বকাপ ট্রফি তার স্পর্শের অপেক্ষায় আছে। সব শেষে বলতে হয় জয় হয়েছে ফুটবলের,জয় হয়েছে সৌন্দর্যের। পরিবার নিয়ে সবাইকে একসঙ্গে বসে খেলা দেখার যে আনন্দ সবাই পেয়েছে তার জন্য কাতার অনেক ধন্যবাদ পাবার যোগ্য।

শেষ হাসি কে হাসবে, মেসি নাকি এমবাপ্পে?

Image
দেখতে দেখতে শেষ হতে চলেছে বিশ্বকাপ । সব হিসাব নিকাশের পরিসমাপ্তি ঘটতে চলছে আগামী রবিবার। অনেক ঘটন অঘটনের ভিতর সমাপ্তি  হতে চলেছে গ্রেটেস্ট শো অন দ‍্যা আর্থ। জামার্নি, উরুগুয়ে,বেলজিয়ামের মতন বড় দলগুলো প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়ে প্রমাণ করলো বিশ্বকাপ শিরোপা শুধু আর বড় দলগুলার ভিতর সীমাবদ্ধ নয়। এশিয়ান ও আফ্রিকান দেশগুলোও আস্তে আস্তে নিজেদেরকে বড় দল হিসাবে প্রমাণ করতেছে। জাপান,কোরিয়া,মরক্বোর মতন দলগুলো নিজেদেরকে আর মধ‍্যম সারির দল নয় বরং বড় সারির দল হিসাবে শিরোপার দাবিদার হচ্ছে। পরবর্তী বিশ্বকাপ হয়তো নতুন কোন দলের হাতেও শোভা পেতে পারে। এবার মরক্কো তো শিরোপার অনেক কাছেই চলে এসেছিল। আমরাও চাই এশিয়া বা আফ্রিকা থেকে নতুন কেউ পাক বিশ্বকাপ শিরোপা। কার হাতে শোভা পাবে শিরোপা তা জানা যাবে আগামী রবিবার। আর্জেন্টিনা নাকি ফ্রান্স কার হাতে শোভা পাবে ট্রফি। প্রথম ম‍্যাচে সউদি আরবের কাছে পরাজয়ের পর শিরোপা দৌড়ে পিছিয়ে পরা আর্জেন্টাইনরা অনেক সুন্দর ভাবে ঘুরে দাঁড়িয়েছে।অপরদিকে ফ্রান্স প্রথম থেকেই দুর্দান্ত ফর্মে আছে। এক এমবাপ্পে বল নিয়ে যে গতিতে দৌড়াতে পারে তা অকল্পনীয়। করিম বেনজামা,পল পগবা ছাড়াও এবার...

জিদানের অভিশাপ নাকি ইতালির ব‍্যার্থতা।

Image
২০০৬ এর বিশ্বকাপ ফ্রান্সের সাথে মুখোমুখি ইতালি।অনেকটা বাঘে মহিষে লড়াই চলছে।অতিরিক্ত সময়ের খেলা চলছে। শেষ হাসি কে হাসবে তা অনেকটা ভাগ‍্যের উপর ছেড়ে দিয়েছে সবাই। ফ্রান্সের হয়ে শেষ বিশ্বকাপ খেলতেছেন জিনেদিন জিদান।জিদান তখন পুরো ফর্মে। খেলোয়ারসুলভ আচরণের জন্য জিদানের খ‍্যাতি সর্বত্র।অবসর থেকে ফিরে এসে অনেকটা একক কৃতিত্বে ফ্রান্সকে ফাইনাল উঠিয়েছেন। মাঠে  জিদান  থাকা মানে বিপক্ষে দলের খেলোয়ার দের মাঝে আতঙ্ক বিরাজ করা।পেলে,ম‍্যারাডোনার কাতারে জিদানের স্থান। অতিরিক্ত সময়ের শেষ সময়ে জিদান হঠাৎ এক কান্ড করে বসলেন।ঢুস করে এক ফাউল করে বসেন ইতালীয় এক ডিফেন্ডারের বিরুদ্ধে। পুরো বিশ্ব হতবাক, কী করে বসলেন জিদান। বল ছারা বিপক্ষ দলের খেলোয়ারকে হঠাৎ মেরে বসলেন।যথারীতি লাল কার্ড খেয়ে বসলেন। খেলার  ভাগ‍্যও ঘুরে গেলো।জিদানকে হারিয়ে ফাইনালে হেরে গেলো ফ্রান্স।জিদানকে উদ্দেশ‍্য করে কী এমন কথা বলেছিলেন ইতালীয় ডিফেন্ডার মাতোরাজ্জি তা আজো রহস্য। এমন কোন কটু কথা নিশ্চয় বলেছিল যা জিদানের মতন শান্ত মেজাজের খেলোয়ারকে হঠ‍্যাৎ উত্তেজিত করে ফেলে। আসলে এটা ছিল  মাতোরাজ্জির একটি হীন কৌশল। মাতোরাজ্জ...

জার্মান মেশিনের কি হল!

Image
'ফুটবল খেলে দু দল কিন্তু জিতে এক দল, আর সে দলটির নাম  জামার্নি'।  জার্মানির ফুটবল নিয়ে এই ধরনের কথা অনেক আগে থেকেই  প্রচলিত। কিন্ত ইদানিং মাঠে তাদের পারফরম্যান্সের সাথে সেই  কথার সাথে কোনো মিল নাই।পরপর দুই বিশ্বকাপে তারা প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়ে জার্মান মেশিন যে আস্তে আস্তে জং ধরেছে তা প্রমাণ করে দিল। জার্মানি  পাওয়ার ফুটবল  খেলতে পছন্দ  করে। মাঠে তারা প্রতিপক্ষের রক্ষণ শিবিরে ঢুকে বিপক্ষ দলের খেলোয়ারদেকে নাকানি চোবানি খাইয়ে গোল আদায় করে নেয়। অনেকটা যুদ্ধের ময়দানে নেমে প্রতিপক্ষের সমীহ আদায় করে নেয়। তাদের ফুটবলে শৈল্পিক কোন সৌন্দর্য নেই। তাদের খেলোয়াদেরকে অনেকটা মেশিন মেশিন লাগে। আসলাম,খেললাম আর জিতলাম অনেকটা এই রকম। এতদিন এই যুদ্ধ জয়ী দলটিকে সবাই সমীহ করলেও  মেশিনও যে এক সময় আস্তে আস্তে দূর্বল হয়ে পরে জার্মান ফুটবল দল তাই প্রমাণ করলো। জার্মান ফুটবলের এই ক্ষয়শ রুপ ধারণ করে মূলত গত বিশ্বকাপ থেকে। দলের ভিতর গোরা  জাতীয়তাবাদী চিন্তা ভাবনা দলের খেলাতেও অনেক প্রভাব ফেলে।  জার্মানি দলের বেশ কিছু খেলোয়ার তুর্কিসহ অন‍্য দেশের বংশোদ্ভূত।...