কর্পোরেট পলিটিক্স- শিকার নাকি শিকারি হবেন।
মাসুম সাহেব একজন সহজ সরল মানুষ। অনেকটা আমার মতন😆। কারও সাথেও নেই পাঁচেও নেই। নিজের কাজটা দক্ষতার সহিত করেন।কোন কাজে তার না নাই। শুধু নিজের কাজ না অন্য কলিগদের সব ধরনের কাজে সহযোগিতা করেন। বলতে গেলে কাজ পাগল একজন মানুুষ। অন্যরা যেখানে কাজ ফাকি দেয় সেদিক থেকে মাসুম সাহেব ঢেড় অনেক ভাল। এই ভাল মানুষটা আজ প্রায় ৭ বছর যাবৎ একটি প্রাইভেট কোম্পানীতে এইচ আর বিভাগে মধ্যম সারির কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। আজ সকাল থেকে মাসুম সাহেব উক্তেজিত মনে কাজ করতেছেন।কেননা আজ বার্ষিক প্রমোশন, ইক্রিমেন্ট ইত্যাদি ঘোষিত হবে।এই অফিসে প্রায় ৭ বছর যাবৎ আছেন। কিন্ত কোন প্রমোশন হয় নি। তার সামনে দিয়ে জুনিয়র সহকর্মীরা প্রমোশন পেযে কেউ কেউ বস লেভেলে চলে গেছেন। আর মাসুম সাহেব সেই মাসুম সাহেবই রয়ে গেছেন। এবারের প্রমোশনটা বেশি দরকার তার। কেননা দিনেকে দিন সংসারের খরচও বাড়তেছে।বড় মেয়েটা এবার ইন্টার পাস করেছ। আর ছোট ছেলেটে বিজ্ঞান বিভাগে নাইনে পড়তেছে। পড়াশোনার খরচ বেড়ে গেছে। সেই সাথে বাসাটাও পরিবর্তন করতে হবে। ছেলে মেয়েরা বড় হচ্ছে তাদের জন্যও আলাদ রুম লাগবে। সব কিছু মিলিয়ে তার এবারের প্রমোশনটা খুব দরকার,...