Posts

Showing posts from August, 2025

কর্পোরেট পলিটিক্স- শিকার নাকি শিকারি হবেন।

Image
মাসুম সাহেব একজন সহজ সরল মানুষ। অনেকটা আমার মতন😆। কারও সাথেও নেই পাঁচেও নেই। নিজের কাজটা দক্ষতার সহিত করেন।কোন কাজে তার না নাই।  শুধু নিজের কাজ না অন্য কলিগদের সব ধরনের কাজে সহযোগিতা করেন। বলতে গেলে কাজ পাগল একজন মানুুষ। অন্যরা যেখানে কাজ ফাকি দেয় সেদিক থেকে মাসুম সাহেব ঢেড় অনেক ভাল। এই ভাল মানুষটা আজ প্রায় ৭ বছর যাবৎ  একটি প্রাইভেট কোম্পানীতে এইচ আর বিভাগে মধ্যম সারির কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। আজ সকাল থেকে মাসুম সাহেব উক্তেজিত মনে কাজ করতেছেন।কেননা আজ  বার্ষিক প্রমোশন, ইক্রিমেন্ট ইত্যাদি ঘোষিত হবে।এই অফিসে প্রায় ৭ বছর যাবৎ আছেন। কিন্ত কোন প্রমোশন হয় নি। তার সামনে দিয়ে জুনিয়র সহকর্মীরা প্রমোশন পেযে কেউ কেউ বস লেভেলে চলে গেছেন। আর মাসুম সাহেব সেই মাসুম সাহেবই রয়ে গেছেন। এবারের প্রমোশনটা বেশি দরকার তার। কেননা দিনেকে দিন সংসারের খরচও বাড়তেছে।বড় মেয়েটা এবার ইন্টার পাস করেছ। আর ছোট ছেলেটে বিজ্ঞান বিভাগে নাইনে পড়তেছে। পড়াশোনার খরচ বেড়ে গেছে। সেই সাথে বাসাটাও পরিবর্তন করতে হবে। ছেলে মেয়েরা বড় হচ্ছে তাদের জন্যও আলাদ রুম লাগবে। সব কিছু মিলিয়ে তার এবারের প্রমোশনটা খুব দরকার,...

সিকিম স্বাধীন থেকে পরাধীন।

Image
     কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর সবচেয়ে সুন্দর পর্বতশৃঙ্গ। সময়টা আজ থেকে ৫০ বছর আগে, সকালের নাস্তা করতে বসেছে সিকিমের রাজ পরিবার।ঠিক সেসময় বেরসিক ভাবে উপস্থিত হন ভারতীয় সেনাবাহিনী। রাজ প্রাসাদের কৰ্মকর্তা ও কর্মচারীদের  বন্দী করে ভারতীয় সৈন্যরা পুরো সিকিমের দখল নিয়ন্ত্রন নিয়ে ফেললেন। সিকিম হয়ে গেল ভারতের ২২ তম অঙ্গরাজ্য। স্বাধীন দেশ থেকে সিকিম হয়ে গেল একটি রাষ্ট্রের অঙ্গরাজ্য। অথ্যাৎ তাদের ভাগ্যে জুটলো ডিমোশন।সিকিম ভারতের বর্তমানে ২য় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য। আমাদের দেশের রাজনৈতিবাদদের মুখে আগে শুনতাম বাংলাদেশকে ভূটান কিংবা সিকিম হতে দিব না। ভূটান একটা স্বাধীন রাষ্ট্র কিন্তু সিকিমের এমন কী ঘটেছিল যে তারা  ভারতের পেটে  ঢুকে গেল। কোন রকম সামরিক অভিযান বা কোন রকম বাধা ছাড়াই সিকিম হয়ে গেল ভারতের অংশ। যেন তিমি মাছ মুখ হা করে বসেছিল আর ছোট মাছটি টোপ করে তার পেটে ঢুকে গেল। এই ছোট মাছটি শিকার করতে ভারতকে অপেক্ষা করতে হয়েছে ১৯৭৫ সাল পর্যন্ত। ভারতের শিকারে পরিণত হওয়ার জন্য একটি বিশেষ চরিত্র  নাম আসবে তার নাম কাজী লেন্দুপ দর্জি।তার আগে সিকিমের পূর্বের ইতিহাস জানা দরকার।...

সাদা পাথর তুমি কার ?

Image
     আমরা শক্তি আমরা বল  .    আমরা খাদক দল। .    খাও খাও খাও।।      আমরা শক্তি আমরা বল .    আমরা পাথর খাদক দল। .    খাও খাও আরও বেশী করে খাও।। সাদা পাথর এখন শুধুই স্মৃতি। প্যারোডী গানটা কেমন হয়েছে। এটা যদি বাংলাদেশের ভবিষ্যৎ জাতীয় সংগীত হয় তবে কেমন হবে। এই গানটির মাধ্যমে ই আমরা আমাদের ভবিষৎ দেখতে পারতেছি। একটা বড় খাদকের পেটে যে আমরা ঢুকতে যাচ্ছি তা এখন সময়ের ব্যাপার মাত্র। এই প্যারোডি গান গাওয়ার একমাত্র কারন সম্প্রতি ঘটে যাওয়া সিলেটে সাদা পাথর লুটপাটের ঘটনা নিয়ে। সিলেটের সাদা পাথর অনেক মূল্যবান পাথর, সম্প্রতি দেশ প্রেমিক বিভিন্ন রাজনৈতক দলের নেতারা এক হয়ে  লুটপাট করে সমগ্র জায়গাটাই একেবাড়ে ন্যাড়া করে দিয়েছে। প্রাকৃতিক সম্পদ চুরি হওয়া নতুন কিছু না তবে তা করে বিদেশী লুটেরারা, তারা কোন দেশ দখল করে সে দেশের সম্পদ লুট করে নিয়ে যায়, যেমন ইরাক দখল করে ইরাকের তেল চুরি, আফ্রিকার বিভিন্ন দেশে মূল্যবান হীরা, স্বর্ণ, ইত্যাদি পরোক্ষভাবে চুরি করা, কিন্ত বাংলাদেশের কী বিদেশী চোর ঢুকে পড়েছে, না এই দেশের দেশ প্রেমিক  ...

বিপ্লব ভট্টাচার্য এক অবহেলিত নায়ক।

Image
বিপ্লব ভট্টাচার্য এক অবহেলিত নায়ক। ছোট বেলায় দক্ষিণ এশিয়া গেমস অনুষ্ঠিত হত যা বর্তমান SA গেমস নামে পরিচিত। SA গেমস  প্রতিযোগীতার সবচেয়ে আকষণীয় ইভেন্ট ছিল ফুটবল। সবাই মুখিয়ে বসে থাকতো কারা এই ইভেন্টের স্বর্ণ জয় করবে। বাংলাদেশ প্রতিবারেই টপ ফেভারিট হয়ে টুনামেন্টে যেত। কিন্ত প্রতিবারই হতাশ করতো। কখনো কাইনালে গিয়ে শিরোপার খুব কাছে গিয়েও এক অজানা কারনে শিরোপা আর ছোয়া হত না, এক সময়ে এই পদক সোনার হরিণে পরিনত হয়। সাধারণ  মানুষও আস্তে আস্তে আগ্রহ হারিয়ে ফেলে  ফুটবলের প্রতি। ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের পর  ফুটবলের জনপ্রিয়তা এমনিতেই কমে যায়। তাই ৯৯ সালের SA গেমসের ফুটবিল নিয়ে সাধারণ মানুষের মনে খুব একটা প্রত্যাশা ছিল না। যে বাংলাদেশ এক সময় মালদ্বীপ ও ভূটানকে নিয়ে ছেলেখেলা করে জিততো সেই মালদ্বীপ ও ভূটানও অনেক শক্তিশালী হয়ে উঠেছে। এই রকম এক সময়ে অনুষ্ঠিত হয় ৮ম এস এ গেমসের আসর। এই আসরে ফুটবল ইভেন্ট নিয়ে মানুষের সেই রকম প্রত্যাশাও নেই, কেননা হয়তো সেমি ফাইনাল অথবা ফাইনালে গিয়ে যথারীতি আবারো শিরোপা বঞ্চিত হবে। ইতিমধ্যে বাংলাদেশ ৩ বার ফাইনালে গিয়ে সবাইকে হতাশ করেছে। ক্রি...