কে হচ্ছে পরবর্তী টার্গেট ?
কে হচ্ছে পরবর্তী টার্গেট ? ইরাক, লিবিয়া, সিরিয়া, ইরানের পর পরবর্তী টার্গেট কে? অথবা who is the next? ইরানের সাথে চলমান ইসরাইলের সংঘর্ষ কেউ এগিয়ে আবার কেউ একটু পিছিয়ে, প্রাথমিক ধাক্কা সামলিযে ইরান বেশ ভালভাবেই আক্রমনের পাল্টা জবাব দিচ্ছে। বিমান শক্তিতে দূর্বল ইরান বেশ কিছু দূরপাল্লার ক্ষেপনাস্ত্র তৈরি করে রাখাতে এ যাত্রায় কিছুটা বেচে গেলেও মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইসরাইলের সাথে যুদ্ধে যোগদান করে তবে ইরানের পক্ষে আর টিকে থাকা সম্ভব নয়, অসম এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের সব আরব রাষ্ট্র সমূহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইসরাইলকে সহযোগীতা করতেছে।জর্ডান, সিরিয়া ও ইরাক সরাসরি তাদের আকাশ সীমা ইসরাইলী বিমান আক্রমনের জন্য খুলে দিয়েছে, আবার ইরানের ক্ষেপনাস্ত্র সমূহ তাদের আকাশ সীমানাতে ধ্বংস করে দিচ্ছে, বলতে গেলে পুরো মধ্যপ্রাচ্য দেশগুলোর সাথে ইরানকে একা লড়তে হচ্ছে। বিপদের সময় সবাই সরে যায়। ইরান প্রাণপণ লড়াই করলেও যুক্তরাষ্ট্র যদি একবার এই যুদ্ধে অংশ নেয় তাহলে ইরানের অবস্থা ইরাকের মতন হতে বেশী দেরি নাই। যদি রাশিয়া ও চীন এই যুদ্ধে ইরানকে সহযোগীতা না করে তবে ইরানের পরিণতি খুব একটা ভাল হবে না। চীন ...